News

আইআইইউসি'র প্রাক্তন ছাত্র এডভোকেট সাইফুলের নৃশংস মৃত্যুতে ভিসি ট্রাস্ট সদস্যদের শোক প্রকাশ

আইআইইউসি'র প্রাক্তন ছাত্র এডভোকেট সাইফুলের নৃশংস মৃত্যুতে ভিসি ট্রাস্ট সদস্যদের শোক প্রকাশ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর আইন বিভাগের ১৯ তম ব্যাচের প্রাক্তন ছাত্র এডভোকেট সাইফুল ইসলামের নৃশংস ও মর্মান্তিক মৃত্যুতে আইআইইউসি'র ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী এবং বোর্ড অব ট্রাস্টীজ এর সদস্যগণ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আজ বুধবার আইআইইউসি-তে শোক দিবস ঘোষণা করা হয়েছে, আইআইইউসি ক্যাম্পাসে নিহতের গায়েবানা জানাজা এবং রুহের মাগফেরাত কামনায় জোহর নামাজের পর আইআইউসির কেন্দ্রীয় মসজিদে মুনাজাত ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উল্লেখ্য, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে কতিপয় দুর্বত্ত ও উগ্রবাদীর সশস্ত্র হামলায় এডভোকেট সাইফুল ইসলাম নির্মমভাবে নিহত হয়। এই অমানবিক ও অপ্রত্যাশিত হত্যাকাণে্ড বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত হয়েছে এবং উদ্বেগ প্রকাশ করেছে। এই নিহত হওয়ার খবর পাওয়ার পরপরই আইআইইউসির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী এবং বিশ্ববিদ্যালয় পরিবারের ঊর্ধতনগণ মর্গে ছুটে যান। উল্লখ্য, নিহত এডভোকেট সাইফুল ইসলামের বাড়ি চট্টগ্রামের চুনতিতে। সংবাদ বিজ্ঞপ্তি।

Recent News