News

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চটগ্রাম (আইআইইউসি) এ ব্রুনাই দারুসসালামের মান্যবর হাইকমিশনার হাজী হারিস বিন ওসমানকে সংবর্ধনা প্রদান

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চটগ্রাম (আইআইইউসি) এ ব্রুনাই দারুসসালামের মান্যবর হাইকমিশনার হাজী হারিস বিন ওসমানকে সংবর্ধনা প্রদান

২২ অক্টোবর ২০২৩ রবিবার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চটগ্রাম (আইআইইউসি) এর ক্যাম্পাস পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের মান্যবর হাইকমিশনার হাজী হারিস বিন ওসমান। সকালে আইআইইউসির উপাচার্য ও বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্যবৃন্দ সহ উর্ধ্বতন কর্মকতাদের সাথে ক্যাম্পাস পরিদর্শন করেন। পরে আইআইইউসি সেন্ট্রাল অডিটোরিয়ামে ব্রুনাই হাইকমিশনারকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রুনাই দারুসসালামের বাংলাদেশে নিযুক্ত মহামান্য হাইকমিশনার হাজী হারিস বিন ওসমান।

প্রধান অতিথি প্রথমেই উনাকে আমন্ত্রন জানানোর জন্য আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির উচ্ছসিত প্রসংশা করে তাঁর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, ব্রুনাই দারুসসালামে সুলতান হাসান আল বলকিয়াহ ও প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির সাক্ষাৎ ফলপ্রসূ ও বেগবান করার লক্ষ্যে আমি কাজ করবো। ব্রুনাই দারুসসালামের Sultan Sharif Ali Islamic University (UNISSA) এবং বাংলাদেশের International Islamic University Chittagong (IIUC) এর মধ্যে শিক্ষা সহযোগিতার বিষয়ে MOU স্বাক্ষর করেছে, আমরা আশা করি, এই MOU আমাদের দুই দেশের মধ্যে শিক্ষা সহযোগিতাকে আরও বাড়িয়ে তুলবে। আশা করি যে আইআইইউসি কেবল শেখার জায়গা নয় বরং জ্ঞানের সাধনায় আলোকিত হওয়ার বাতিঘর হয়ে উঠবে। দুই দেশের মধ্যে ঐতিহ্যগত ও সাংস্কৃতিকভাবে অনেক সামঞ্জস্য রয়েছে। আমরা আশা করি এই সমঝোতা স্মারকটি এমন ক্ষেত্রগুলিকে আরও অন্বেষণ করবে যা উভয় দেশের জন্য উপকৃত হবে।

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর মান্যবর উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রুনাই দারুসসালাম বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি রোজাইমি আবদুল্লাহ।

প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ তাঁর বক্তব্যে ব্রুনাই দারুসসালামের বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার ও ফার্স্ট সেক্রেটারিকে আইআইইউসি পরিদর্শনে আসার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, ব্রুনাই দারুসসালাম ও বাংলাদেশ দু'টি ভাতৃপ্রতীম দেশ, উভয় দেশের ঐতিহ্যগত, সাংস্কৃতিক ও অন্যান্য বিভিন্ন বিষয়ে ব্যাপক মিল রয়েছে।
সম্প্রতি আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির নেতৃত্বে আইআইইউসি ডেলিগেশন ব্রুনাই সফরের সময় ব্রুনাই দারুসসালামের সুলতান হাসান আল বলকিয়াহ সহ ব্রুনাই সরকারের বিভিন্ন পর্যায়ের পক্ষ থেকে ডেলিগেশন টিম যে আতিথেয়তা ও সম্মান পেয়েছে তার জন্য তিনি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। ঐ সময় ব্রুনাই দারুসসালামের সুলতান হাসান আল বলকিয়াহ বাংলাদেশ ও আইআইইউসির যে ভূয়সী প্রশংসা করেছিলেন সেই কথা স্মরণ করে উপাচার্য ভবিষ্যতে ব্রুনাই হাইকমিশনের সহযোগিতায় আইআইইউসির একাডেমিক উন্নয়নে ব্রুনাই দারুসসালামের সহায়তা পাওয়ার আশা ব্যক্ত করেন।

সংবর্ধনায় আরও উপস্থিত ছিলেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজ এর ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ, বিওটি সদস্য ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী, বিওটি সদস্য প্রফেসর ড. সালেহ জহুর, সমাজ বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. জাহেদ হোসেন সিকদার, শরীয়াহ অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ মোস্তফা কামিল মাদানি, কন্ট্রোলার প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ, হাদিস বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. নামজুল হক নদভী, রেজিস্ট্রার আ ফ ম আক্তারুজ্জামান কায়সার, টিএমডির চেয়ারম্যান প্রফেসর ড. মাহি উদ্দিন, আইএএসডব্লিউডির পরিচালক মোঃ মাহফুজুর রহমান সহ শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

সভা সঞ্চালনা করেন আইআইইউসির প্রক্টর মোঃ ইফতেখার উদ্দিন।

Recent News