আইআইইউসিতে ফরেইন লেঙ্গুয়েজেস ইনফরমেশন এক্সচেঞ্জ প্রোগ্রাম অনুষ্ঠিত
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) ইনস্টিটিউট অফ ফরেইন লেঙ্গুয়েজেস (আইএফএল) এর ইনফরমেশন এক্সচেঞ্জ প্রোগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামের সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে তিনটার দিকে এই অনুষ্ঠান শুরু হয়।
এতে বিদেশি ভাষা শিক্ষা ইন্সটিটিউট এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। যাতে ইংরেজি, আরবি, তুর্কি ভাষা শিক্ষা কোর্স অন্তর্ভুক্ত রয়েছে। শীঘ্রই চাইনিজ এবং ফরাসী ভাষা কোর্সও চালু হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসির বোর্ড অফ ট্রাস্টিজ এর সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।
প্রধান অতিথির বক্তব্যে আইআইইউসি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও চট্টগ্রাম ১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের সংসদ সদস্য বলেন, ‘১৯৯৪ সালে আরবি ভাষা শিক্ষা কোর্স চালু হয়। আমি কোর্সের প্রথম শিক্ষক ছিলাম এবং হাতে লিখে সিলেবাস তৈরি করেছিলাম। যা হয়তো সংরক্ষিত থাকবে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞানের পাশাপাশি বিভিন্ন দেশের ভাষা শেখা গুরুত্বপূর্ণ। পৃথিবীর বিভিন্ন দেশে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে, তারা ইংরেজি ভাষার পাশাপাশি আরবি ভাষাতেও ভালো পারদর্শী। তাই বিদেশি ভাষা শিখে বিদেশেও আমরা বিভিন্ন কাজে সফল হতে পারি। মুসলমান হিসেবেও আমাদের সবার আরবি জানা প্রয়োজন।’
তিনি শীঘ্রই ভাষা শিক্ষার একটি আধুনিক ল্যাব করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করেন।
বিশেষ অতিথির বক্তব্যে আইআইইউসি ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান কাজী দ্বীন মোহাম্মদ বলেন, ‘দীর্ঘদিনের লালিত একটি স্বপ্ন আজ বাস্তবতায় রূপ নিয়েছে। আমি চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে শুরু থেকেই আরবি ভাষা শিক্ষা কোর্সের সঙ্গে জড়িত ছিলাম। আমি চাই দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা বিদেশি ভাষা শেখার জন্য এখানে আসবে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি পাবে।’
আইআইইউসির ইনস্টিটিউট অফ ফরেইন লেঙ্গুয়েজেস (আইএফএল) এর ডিরেক্টর ও আইআইইউসির প্রক্টর মো. ইফতেখার উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসির উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মওলা, আইআইইউসির বোর্ড অফ ট্রাস্টিজ এর ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ, আইআইইউসির ফিনেন্স কমিটির চেয়ারম্যান ও বিওটি সদস্য ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী, আইআইইউসির একাডেমিক অ্যান্ড টেকনিক্যাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন, রেজিস্ট্রার এএফএম আক্তারুজ্জামান কায়সার, বিভিন্ন অনুষদের ডীন বৃন্দ, ডিপার্টমেন্টের চেয়ারম্যানগণ, বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষকবৃন্দ, বিদেশি ভাষা শিক্ষা ইন্সটিটিউট এর উপ পরিচালক, শাহাদাত হোসাইন এবং তুর্কি ভাষা শিক্ষার কো-অর্ডিনেটর, শামীম হোসাইন এবং শিক্ষর্থীবৃন্দ।