News

IIUC এর শিক্ষার্থী নিয়োগে IIUC ক্যাম্পাসে LEADS Corporation Ltd. এর রিক্রুটমেন্ট প্রোগ্রাম

IIUC এর শিক্ষার্থী নিয়োগে IIUC ক্যাম্পাসে LEADS Corporation Ltd. এর রিক্রুটমেন্ট প্রোগ্রাম

আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে আজ ১৫ই নভেম্বর ২০২২ LEADS On Campus Recruitment প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে LEADS Corporation ltd. এর উদ্যোগে জব ভাইবা বোর্ড অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজন সকল অনুষদের শিক্ষার্থীদের জন্য উন্মক্তু থাকার দরুণ ভাইভা বোর্ডে অংশগ্রহণের জন্য ভীড় জমায় সিএসই, বিবিএ, ইবি , ইইই, ইটিই সহ বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা।
উক্ত বোর্ডে উপস্থিত ছিলেন লিডস কর্পোরেশনের জেনারেল ম্যানেজার এস এম সাইফুর রাহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার সামসুল হক, এজিএম ও হেড অফ এইচ আর খান সাদাত আনোয়ার, সিনিয়র ম্যানেজার চৌধুরী মহিবলু হাসান, ডেপুটি ম্যানেজার জাহিদ
হোসাইন, এক্সিকিউটিভ মোঃ এস এম আজমাইন।

এতে আইআইইউসির বহু শিক্ষার্থীর ফ্রেশ গ্রেজোয়েট হিসেবে কর্মসর্মংস্থানের সুযোগ তৈরি হয়। আজকের বোর্ড থেকে বেশ কয়েকজন ছাত্রছাত্রীকে সিলেক্ট করা হয়।

IIUC Data Science Research Group এর সহযোগিতায় এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।

Recent News