News

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বিজনেস ক্লাব ফিমেল চ্যাপ্টার এর পুরস্কার বিতরনী অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বিজনেস ক্লাব ফিমেল চ্যাপ্টার এর পুরস্কার বিতরনী অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বিজনেস ক্লাব ফিমেল চ্যাপ্টার এর পুরস্কার বিতরনী অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত”

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের বিজনেস ক্লাব ফিমেল চ্যাপ্টার এর আয়োজিত খেলাধূলার ৫টি ইভেন্ট এবং ডিবেট প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরনী অনুষ্ঠান-২০২২ সেন্ট্রাল সেমিনার হলে ৭ই অক্টোবর, ২০২২ তারিখ সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে খেলাধূলার ৫টি ইভেন্ট এবং ডিবেট প্রতিযোগিতায় বিজয়ী মোট ২২ জন ছাত্রীকে ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্ট্রিজের সম্মানীত সদস্য এবং ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান মিসেস রিজিয়া রেজা চৌধুরী ।

মিসেস রিজিয়া রেজা চৌধুরী ছাত্রীদের উদেশ্যে বলেন, "তোমাদের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপুর্ন ভুমিকা পালন করতে হবে। হযরত খাদীজা (রাঃ) যেমন অনুরাগী স্ত্রী ছিলেন তেমনই একজন বড় ব্যবসায়ী ছিলেন, উনার মতো আমাদের মেয়েদের সংসারের পাশাপাশি ক্যারিয়ারও গড়ে তুলতে হবে"।

বিজনেস ক্লাবের প্রেসিডেন্ট প্রফেসর ড. নাজিম উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইআইইউসি’র উপ উপাচার্য ও ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিস -এর প্রফেসর ড. মছরুরুল মওলা এবং ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ এমদাদ হোসেন।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজনেস ক্লাবের প্রেসিডেন্ট প্রফেসর ড. নাজিম উদ্দীন। তাছাড়া, আরো বক্তব্য রাখেন এমবিএ ও এমবিএম প্রোগ্রাম কোঅর্ডিনেটর প্রফেসর ড. আবদুল্লাহিল মামুন, বিবিএ প্রোগ্রামের সম্মানীত কোঅর্ডিনেটর নাহিদ সুলতানা এবং ড. নাজনীন জাহান চৌধুরী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সম্মানীত শিক্ষক-শিক্ষিকামন্ডলী এবং প্রায় ১২০ জন এর মত ছাত্রী। অনুষ্ঠানটি কেক কাটার মাধ্যমে শেষ হয়।

Recent News