News

আইআইইউসিতে জাপানের প্রফেসরদের সহযোগিতায় ইংরেজি শিক্ষকদের মান উন্নয়নে কনফারেন্স

আইআইইউসিতে জাপানের প্রফেসরদের সহযোগিতায় ইংরেজি শিক্ষকদের মান উন্নয়নে কনফারেন্স

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে, টিচার হেল্পিং টিচার্স (THT) এবং বেল্টা চিটাগং সাউথ চ্যাপ্টারের উদ্যোগে দিনব্যাপী শিক্ষক উন্নয়ন কনফারেন্স আইআই ইউসির বিওটি ভবনে অনুষ্ঠিত হয় ।

জাপানের প্রখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর প্রফেসরগনের পরিচালনায় বিভিন্ন স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ইংরেজি শিক্ষকগণ এতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলটা চিটাগং সাউথ এর চ্যাপ্টার চেয়ার এবং আইআইইউসির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মহিব উল্লাহ।
ফ্যাকাল্টি অব আর্টস অন্ড হিউম্যানিটিস এর ডীন এবং আইআইইউসি এর ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ূন কবির বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন এবং শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে মান সম্মত শিক্ষা নিশ্চিত করার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন। যা শিক্ষকদের আরোও উজ্জীবিত ও শাণিত করবে। তিনি শিক্ষকদের সর্বদা নতুন কিছু শিখতে ও শিখাতে এবং কৌতুহলী থাকার পরামর্শ দেন | নতুন প্রজন্মের শিক্ষকদের আধুনিক ভাষা শিক্ষাবিদ্যার সাথে পরিচিত করতে ও অনুপ্রাণিত করার লক্ষ্যে, এই কর্মশালার আয়োজন করা হয়। এটি শিক্ষকদের জন্য নতুন দৃষ্টিভঙ্গি উন্মুক্ত করেছে | উপস্থিত শিক্ষকগণ হাতে কলমে পাঠদানের সৃজনশীল পদ্ধতি ও মূল্যায়ন শিখেছেন ।

জাপান থেকে আসা অভিজ্ঞ রিসোর্স পারসন প্রফেসর ড. প্যাট্রিক ডওয়ার্টি, প্রফেসর অ্যান ম্যাকলেলান এবং প্রফেসর সেসিলিয়া সিলভার প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন | তারা শিক্ষকদের পাঠদানের বিভিন্ন কৌশল এবং ধারণার সাথে পরিচয় করিয়ে দেন যা শিক্ষার্থীদের বিকাশের জন্য প্রতিদিনের ক্লাসরুমে প্রয়োগ করা যেতে পারে ।

বিভিন্ন দেশে দীর্ঘদিন যাবত শিক্ষকতার বৈচিত্র্যময় অভিজ্ঞতা দিয়ে বিদেশি প্রফেসরগণ ইন্টারেক্টিভ সেশন এর মাধ্যমে শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষকদের নিমগ্ন রাখেন ।

Recent News