News

আইআইইউসিতে শিক্ষা বিষয়ক সেমিনার

আইআইইউসিতে শিক্ষা বিষয়ক সেমিনার

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ফ্যাকাল্টি অব শারিয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজের তত্ত্বাবধানে সায়েন্সেস অব হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে গতকাল সোমবার শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি, প্রধান আলোচক ছিলেন আইআইইউসির ট্রাস্টের জেনারেল অ্যাসেম্বলির চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল্লাহ আব্দুল আজীজ আল-মুসলিহ এবং আলোচক ছিলেন যুক্তরাজ্যের ক্যাম্ব্রিজ কলেজ অব ইসলামিক স্টাডিজ এর ডিন ও আস-সালাম ইন্সটিটিউট এর পরিচালক বিশ্ববিখ্যাত স্কলার ড. আকরাম নদভী।
আইআইইউসির ট্রাস্টের জেনারেল অ্যাসেম্বলির চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল্লাহ আব্দুল আজীজ আল-মুসলিহ আরবি ভাষায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আধুনিক বিষয়সমূহের সাথে যেভাবে সমন্বয় করবে’ শিরোনামে আলোচনা করেন। যুক্তরাজ্যের ক্যাম্ব্রিজ কলেজ অব ইসলামিক স্টাডিজ এর ডিন ও আস-সালাম ইনিস্টিউট এর পরিচালক বিশ্বখ্যাত স্কলার ড. আকরাম নদভী সেমিনারে আরবি ভাষায় ‘হাদিসের বিশ্বস্ত বর্ণনাকারীগণ এবং হাদিসকে বিশুদ্ধ সাব্যস্ত করার ক্ষেত্রে তাঁদের পদ্ধতি’ বিষয়ের ওপর আলোচনা করেন।
সায়েন্সেস অব হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. নাজমুল হক নাদভী এর সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়াহ এর নবনিযুক্ত মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, নদওয়াতুল উলামার শিক্ষক খলীল হাসানী, ঝাড়খন্ড মাদ্রাসার মহাপরিচালক আফতাবুল আলম নদভী, উবায়দুল কাদের নদভী। উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ এর ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মুহাম্মাদ, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. গিয়াস উদ্দীন হাফিজ, শরিয়া ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. শাকের আলম শওক, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আ ফ ম আখতারুজ্জামান। বিজ্ঞপ্তি

Recent News