News

আইআইইউসির ২৫ বছর পূর্তি উৎসব ১১তম দ্বিবার্ষিক সাধারণসভার মাধ্যমে সম্পন্ন হলো

আইআইইউসির ২৫ বছর পূর্তি উৎসব ১১তম দ্বিবার্ষিক সাধারণসভার মাধ্যমে সম্পন্ন হলো

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর বোর্ড অব ট্রাস্টিজের ১১তম দ্বিবার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। গত ২৯ ও ৩০ অক্টোবর রোজ শনিবার ও রবিবার আইআইইউসির ১১ তম দ্বিবার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। প্রথমদিন হোটেল রেডিসনব্লুতে সাধারণসভার প্রথম অধিবেশন এবং দ্বিতীয়দিন গলফক্লাবে সাধারণ সভার সমাপনী অধিবেশন সম্পন্ন হয়েছে।

১১তম দ্বিবার্ষিক সভার সভাপতিত্ব করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার ও বোর্ড অব ট্রাস্টিজের জেনারেল এসেম্বলির প্রেসিডেন্ট প্রফেসর ড. আব্দুল্লাহ আব্দুল আজিজ আল-মুসলিহ, আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি, ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দীন মুহাম্মদ , ভিসি প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, প্রোভিসি প্রফেসর ড. মাসরুরুল মওলা, ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবীর, কন্ট্রোলার অব এক্সাম প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ, রেজিস্ট্রার এ.এফ.এম আখতারুজ্জামান (কায়সার)সহ বিদেশী সদস্যবৃন্দ। বিদেশী সদস্যদের মধ্যে সাধারণ সভায় উপস্থতিদের মধ্যে ছিলেন,আলজেরিয়ার ডেপুটি স্পিকার ইউসুফ আজিচ্ছা, সোমালিয়ার ডেপুটি এডুকেশন মিনিস্টার ইঞ্জিনিয়ার আব্দিফাতাহ ইসাক মোহাম্মদ, মালদ্বীপের শিক্ষামন্ত্রী ড. আব্দুল্লাহ রাশেদ আহমেদ, কুয়েত ইন্টারন্যাশনাল ইসলামিক চ্যারিটেবল অর্গানাইজেশন (আইআইসিও) ডিরেক্টার জেনারেল ইনিঞ্জনিয়ার বদর সৌদ আলসুমাইত, মিশরের রিলিজিয়াস অ্যাফেয়ার্স প্রতিনিধি নুর আল দীন মুহাম্মদ আব্দুল ওয়ারিস, বিখ্যাত ইসলামিক স্কলার প্রফেসর ড. আকরাম নদভী, সৌদি আরবের সাবেক প্রতিমন্ত্রী ইসলামিক অ্যাফেয়ার্স ড. আহমেদ আব্দুল্লাহ সুরুর আল সাব্বান, সৌদি আরব এডুকেশন বিভাগ আলফালেহ, ডিরেক্টর ড. আব্দুল আজিজ, মিশরের সাবেক মন্ত্রী প্রফেসর ড. সামী মুহাম্মদ আসশরীফ, সৌদি আরবের উম্মুল কুরাইউনি ভার্সিটির সাবেক অধ্যাপক ড. আহমেদ আল বান্নানি, তুরস্কের এডুরেস একাডেমির চেয়ারম্যান প্রফেসর ড. ইয়াকুব, নেপালের সাবেক পররাষ্ট্র মন্ত্রী রেজওয়ান আনসারী ।

সাধারণ সভায় বিশ্ববিদ্যালয়ের বার্ষিক আয় ব্যয়ের অডিট রিপোর্ট, বিশ্ববিদ্যালয়ের বিগত দিনের অর্জন, ভবিষৎ পরিকল্পনাসমূহ পেশ করা হয়। সভায় অংশগ্রহণকারী সদস্যবৃন্দ আইআইইউসির বিগতদিনের অর্জনে সন্তোষ প্রকাশ করেন। উপস্থিত সদস্যবৃন্দ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির গতিশীল নেতৃত্বের প্রশংসা করেন। সাধারণ সভার শেষ দিনে বিশ্ববিদ্যালয়ে বিদেশী ছাত্রদের স্কলারশীপ দিয়ে পড়ানো, শিক্ষক-কর্মকর্তাদের আরো বেশী সুযোগ-সুবিধা, ছাত্র-ছাত্রীদের জ্ঞান গবেষণার জন্য যাবতীয় প্রচেষ্টা অব্যাহত রাখার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়। উল্লেখ্য গত ২৯ অক্টোবর সকালে আইআইইউসির সেন্ট্রাল অডিটরিয়ামে ২৫ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়।

Recent News