News

আইআইইইউসিতে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপিত

আইআইইইউসিতে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপিত

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইইউসি) ক্যাম্পাসে বর্ণিল আয়োজনের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৮ সেপ্টেম্বর) আইআইইউসির কুমিরা ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দুপুর আড়াইটার দিকে আইআইইউসির কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে আলোচনা সভার শুরু হয়। ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের মাননীয় উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ বলেন, ‘আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি, যার পিতা জাতির জনক বঙ্গবন্ধুর হাত ধরে বাংলাদেশের স্বাধীনতা এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভেরী ক্যাপাবল ভিশনারী লিডার। তাঁকে সম্মান করে আমরা নিজেরাই সম্মানিত বোধ করি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুবই আল্লাহওয়ালা একজন মানুষ। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাঝে আমরা তাঁর পিতার মতই মানবিক গুণাবলী দেখতে পাই। নেতৃত্বের যোগ্যতায় সমগ্র বিশ্বে আজ তিনি সমাদৃত।’ তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সার্বিক নির্দেশনায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপির পরিচালনায় আইআইইউসি আজ সারাদেশে দৃষ্টান্ত স্তাপন করেছে।’ আইআইইউসির মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. মছরুরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টের সদস্য এবং ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী এবং ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির। বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডীনদের পক্ষে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আকতার সাঈদ। আইআইইউসির সকল ডিপার্টমেন্ট এর চেয়ারম্যানদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার ডিপার্টমেন্টের চেয়ারম্যান মোহাম্মদ সরোয়ার আলম। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার। আলোচনা সভার শেষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন শরীয়াহ অনুষদের ডিন প্রফেসর ড. শাকের আলম শওক। আলোচনা সভা সঞ্চালনা করেন পরিবহন ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মহিউদ্দিন। পরে কেক কাটার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপিত হয়

Recent News