News

যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ স্মরণ করলো আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আইআইইউসি

যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ স্মরণ করলো আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আইআইইউসি

যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ স্মরণ করলো আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)। ১৯৭১ সালের এই দিনে রেসকোর্সের জনসমুদ্রে ঐতিহাসিক ভাষণের মাধ্যমে আমাদের স্বাধীনতার মহাকাব্য রচনা করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই দিন বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন। সেই ভাষণ আজও উদ্দীপ্ত করে। এই ভাষণে অত্যন্ত দূরদর্শিতার সাথে স্বাধীনতার ডাক দিয়ে জনসমুদ্রে উত্তাল ঢেউ তুলেছিলেন স্বাধীনতার এই মহানায়ক।
দিনটিকে স্মরণ এবং এর মর্যাদাকে সমুজ্জ্বল রাখার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই বিখ্যাত তর্জনীসহ ছবি এবং ভাষণের অংশবিশেষ সম্বলিত বহুবর্ণিল ব্যানার টাঙানো হয় আইআইইউসি ক্যাম্পাসে। সকাল থেকে মাইকের মাধ্যমে বঙ্গবন্ধুর বজ্রকন্ঠের ঐতিহাসিক ভাষণটি ক্যাম্পাস জুড়ে বাজানো হয়।
মুহাম্মদ শফীউর রহমান
রেজিস্ট্রার,
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম

Recent News