News

প্রফেসর মোহাম্মদ আলীর ইন্তেকালে আইআইইউসি ট্রাস্ট চেয়ারম্যান ও ভিসি'র শোক জ্ঞাপন

প্রফেসর মোহাম্মদ আলীর ইন্তেকালে আইআইইউসি ট্রাস্ট চেয়ারম্যান ও ভিসি'র শোক জ্ঞাপন

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর প্রথম ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলীর ইন্তেকালে গভীর শোক জ্ঞাপন করে এক বিবৃতি প্রদান করেছেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) এর চেয়ারম্যান ও চট্টগ্রাম ১৫ আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর ভাইস চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। বিবৃতিতে তাঁরা বলেন, ইংরেজী সাহিত্যের কিংবদন্তী হিসেবে খ্যাত এই এই শিক্ষাবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের চারটি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করেন অত্যন্ত দক্ষতার সাথে। ন্যায়ের প্রশ্নে তিনি ছিলেন বরাবরই আপোষহীন। বাংলাদেশ ও আন্তর্জাতিক অঙ্গনে তিনি অত্যন্ত সুপরিচিত ছিলেন। চট্টগ্রামসহ দেশের বর্তমান অধিকাংশ ইংরেজি সাহিত্যের লিজেন্ড তাঁর ছাত্র।
প্রফেসর মোহাম্মদ আলী ২৪ জুন সন্ধ্যা ৬.১০ মিনিটে চট্টগ্রাম মহানগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন--ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Recent News