IIUC Data Centre


আইআইইউসি’র চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ড. এ.কে.এম আজহরুল ইসলাম
বিশ্বায়নের সুফল পেতে হলে প্রযুক্তির সদ্ব্যবহার করতে হবে

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ.কে.এম আজহারুল ইসলাম বলেছেন, বিশ্বায়নের সুফল পেতে হলে প্রযুক্তির সদ্ব্যবহার করতে হবে।
আজ সোমবার সকালে ফিমেল ক্যাম্পাস মিলনায়তনে আইআইইউসি’র ডাটা সেণ্টার স্থাপন উপলক্ষে টেক ভ্যালি সল্যুশন লিমিটেড-এর সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এ.কে.এম আজহারুল ইসলাম এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু বকর রফীকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আইটি বিভাগের পরিচালক প্রফেসর মামুনুর রশিদ খন্দকার, আইআইইউসি‘র রেজিষ্ট্রার স্কোয়াড্রন লীডার (অবঃ) মুহাম্মদ নূরুল ইসলাম, স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক আ.জ.ম. ওবায়েদুল্লাহ এবং টেক ভ্যালি সল্যুশন লিমিটেড-এর সহকারী মহাব্যবস্থাপক মাহবুব-উল আলম রাজীব।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এ.কে.এম আজহারুল ইসলাম বলেন, আধুনিক হতে হলে প্রযুক্তির সাহায্য নিতে হবে। বিশ্বায়নের এ যুগে অটোমেশনের সার্বিক প্রক্রিয়া থেকে মুখ ফিরিয়ে রাখার কোন সুযোগ নেই।
সভাপতির বক্তব্যে আইআইইউসি‘র প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু বকর রফীক বলেন, ডাটা সেণ্টার স্থাপন আইআইইউসি’র পূর্ণাঙ্গ অটোমেশন প্রক্রিয়ার একটি ধারাবাহিক পর্যায়। আইআইইউসি-কে দক্ষিণ এশিয়ার চমৎকারিত্বের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ডাটা সেণ্টার গুরুত্ব বহন করে।

অনুষ্ঠানে চুক্তিপত্র বিনিময় করেন আইআইইউসি’র রেজিষ্ট্রার স্কোয়াড্রন লীডার (অবঃ) মুহাম্মদ নূরুল ইসলাম এবং টেক ভ্যালি সল্যুশন লিমিটেড-এর উপ ব্যবস্থাপক।  প্রেস বিজ্ঞপ্তি

(মোসতাক খন্দকার)
সহকারী পরিচালক, জনসংযোগ
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম