News

আইআইইউসি’র কনফারেন্সের সমাপনী আয়োজনে প্রফেসর ড. আবু রেজা নদভী এমপি

বিজ্ঞানের এমন নতুন সৃষ্টির প্রয়োজন নেই যা মানবজাতিকে ধ্বংস করে

বিজ্ঞানের এমন নতুন সৃষ্টির প্রয়োজন  নেই যা মানবজাতিকে ধ্বংস করে

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেছেন, বিজ্ঞানের এমন নতুন সৃষ্টির প্রয়োজন নেই যা মানবজাতিকে ধ্বংস করে। মানুষের কল্যাণ হয় এমন বিজ্ঞান প্রয়োজন।

গতকাল সোমবার সকালে আইআইইউসি’র আয়োজনে চারদিন ব্যাপী বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের তৃতীয় এবং আইআইইউসি’র চতুর্দশ ইন্টারন্যাশনাল কনফারেন্সের ভার্চুয়াল সমাপনী আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে বিওটি চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি এ অভিমত ব্যক্ত করেন। এতে সভাপতিত্ব করেন আইআইইউসি’র উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন কনফারেন্সের টেকনিক্যাল প্রোগ্রাম কমিটির চেয়ার প্রফেসর ড. এম কায়কোবাদ, আইআইইউসি‘র ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আকতার সাঈদ। স্বাগতঃ বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার আবদুল কাদের মোহাম্মদ মাসুম। ধন্যবাদজ্ঞাপক এবং কনফারেন্সের উল্লেখযোগ্য দিক তুলে ধরে বক্তব্য রাখেন কনফারেন্স আয়োজন কমিটির সভাপতি এবং আইআইইউসি’র আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. দেলাওয়ার হোসেন ও কমিটির সদস্য সচিব তানভীর আহসান।
প্রধান অতিথির বক্তব্যে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন, বিজ্ঞান গবেষণায়, নতুন নতুন সৃজনকর্মে মুসলমানরা এখনো অনেক পিছিয়ে রয়েছে। ্এ প্রসঙ্গে তিনি ইবনে সিনা, ইবনে খালদুনের নাম উল্লেখ করে বলেন, কোরআন ও হাদিসের আলোকে মুসলমানদের বিজ্ঞান গবেষণার সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। তিনি অদূর ভবিষ্যতে আরো বৃহত্তর পরিসরে ইন্টারন্যাশনাল কনফারেন্সের আয়োজন করবেন এ ঘোষণা দেন।
সভাপতির বক্তব্যে আইআইইউসি’র উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ বলেন, করোনার এই খারাপ সময় অতিক্রম করার মধ্য দিয়েও এমন সফল ইন্টারন্যাশনাল কনফারেন্স আয়োজন করতে পারাটা অত্যন্ত আনন্দের বিষয়। এই কনফারেন্সে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশী গবেষকদের অংশগ্রহণ দেশের গবষেক, শিক্ষক ও শিক্ষার্থীদের সমৃদ্ধ করবে। তিনি বলেন, উপস্থাপিত প্রবন্ধগুলো জাতীয় উন্নয়নে অবদান রাখবে। উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ আরো বলেন, বিশ্বব্যাপী প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বৈজ্ঞানিক সৃজনকর্মের প্রয়োজন রয়েছে।
উল্লেখ্য এই কনফারেন্সে দেশের প্রায় অধিকাংশ সরকারী বেসরকারী বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্র, জাপান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভারত, নেপাল, পাকিস্তান, যুক্তরাজ্য, জার্মানী, নিউজিল্যান্ড, নরওয়ে, কানাডা, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশসহ ২১টি দেশের প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়গুলোর গবেষক-প্রতিনিধিগণ অংশগ্রহণ করছেন। কনফারেন্সে প্রাপ্ত ৪৭০ টা প্রবন্ধের মধ্যে ১২০ টা প্রবন্ধ উপস্থাপিত হয়। উপস্থাপিত প্রবন্ধগুলোর মধ্যে শ্রেষ্ঠ ৬টিকে পুরস্কৃত করা হয়।

Recent News