Orientation ceremony of Bachelor Progrm – Spring 2014 (Male)

আইআইইউসি’র ওরিয়েণ্টেশন অনুষ্ঠানে ড. এ.কে.এম আজহারুল ইসলাম
যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার প্রয়োজন আছে
তবে তা নিজস্ব ধর্ম-সংস্কৃতিকে বাদ দিয়ে নয়

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ.কে.এম আজহারুল ইসলাম বলেছেন, যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার প্রয়োজন রয়েছে তবে তা নিজস্ব ধর্ম-সংসকৃতিকে বাদ দিয়ে নয়। তিনি বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় কোন আদর্শিক ভিত্তি নেই। তিনি জ্ঞানার্জনের উপর গুরুত্বারোপ করে আরও বলেন, মানুষের অর্জিত অর্থ ছিনিয়ে নেয়া যায়, কিন্তু জ্ঞান ছিনিয়ে নেয়া যায় না।

আজ বুধবার সকালে কুমিরাস্থ স্থায়ী ক্যাম্পাসে আইআইইউসি‘র স্টুডেন্ট এ্যাফেয়ার্স ডিভিশন (স্ট্যাড) আয়োজিত      বসন্তকালীন সেমিস্টার-২০১৪-এর নবাগত ছাত্রদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইআইইউসি‘র ভাইস চ্যান্সেলর এ অভিমত ব্যক্ত করেন। আইআইইউসি‘র প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আবু বকর রফীকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে অতিথি আলোচক হিসাবে বক্তব্য রাখেন, আইআইইউসি’র প্রতিষ্ঠাতা সদস্য ও কন্ট্রোলার অব ফিন্যান্স অধ্যাপক আহসান উল্লাহ ভূঁইয়া, আইআইইউসি‘র স্থায়ী ক্যাম্পাস চীফ এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ দেলাওয়ার হোসাইন, শরী‘য়াহ অনুষদের ডীন প্রফেসর ড. গিয়াসউদ্দীন হাফিজ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী এবং আইআইইউসি‘র রেজিষ্ট্রার স্কোয়াড্রন লীডার (অবঃ) মুহাম্মদ নূরুল ইসলাম। স্বাগতঃ বক্তব্য রাখেন স্টুডেন্ট এ্যাফেয়ার্স ডিভিশনের (স্ট্যাড) পরিচালক আ.জ.ম. ওবায়েদুল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন স্ট্যাড এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মামুনুর রশীদ।

প্রধান অতিথির বক্তব্যে আইআইইউসি’র ভিসি প্রফেসর ড. এ.কে.এম আজহারুল ইসলাম উচ্চ শিক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠান বাছাই একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে বলেন, উচ্চ শিক্ষার জন্য আইআইইউসি-কে বেছে নেয়া চমৎকার সিদ্ধান্ত। কারণ আইআইইউসি অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে ব্যতিক্রম। এখানে এমন সমন্বিত শিক্ষা প্রদান করা হয় যাতে নৈতিকতা ও মূল্যবোধ গড়ে ওঠে। তিনি জ্ঞানার্জনের উপর গুরুত্বারোপ করে আরও বলেন, জ্ঞান এমন জিনিস যা ছিনতাই করা যায় না কিন্তু অন্যকিছু ছিনতাই হতে পারে। তিনি ছাত্রদের আদর্শ নাগরিক হিসাবে গড়ে উঠে দেশের, সমাজের, মা-বাবার, আইআইইউসি‘র মান রক্ষা করার এবং অবদান রাখার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে আইআইইউসি‘র প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আবু বকর রফীক বলেন, আমাদের মিশন হচ্ছে আমাদের গৌরবময় অতীত ইতিহাসকে পুনরুজ্জীবিত করা, ভিশন হলো  আইআইইউসি-কে দক্ষিণ-পূর্ব এশিয়ার সেণ্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তোলা আর অবজেক্টিভ্স হলো এমন একদল প্রজন্ম সৃষ্টি করা যারা উচ্চতর জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ হবে এবং উন্নততর নৈতিক বৈশিষ্ট্যে অলংকৃত হবে। সমন্বিত শিক্ষা বাস্তবায়নে এবং সেশন জটবিহীন শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে আইআইইউসি সফল হয়েছে বলে তিনি উল্লেখ করেন। প্রেস বিজ্ঞপ্তি

(মোসতাক খন্দকার)
সহকারী পরিচালক, জনসংযোগ
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম