ICBIID 2019

রোহিঙ্গা শরণার্থীদেরকে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর পক্ষ থেকে তিন হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

শীতার্ত রোহিঙ্গা শরণার্থীদের মাঝে আইআইইউসির কম্বল বিতরণ

শীতার্ত রোহিঙ্গা শরণার্থীদের মাঝে  আইআইইউসির কম্বল বিতরণ

গত মঙ্গলবার সকালে আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসানউল্লার নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম টেকনাফের বালুখালী-১ আশ্রয়কেন্দ্রে রোহিঙ্গা শরণার্থীদের মাঝে এই কম্বল বিতরণ করেন। সেনাবাহিনীর সহযোগিতায় শীতার্ত রোহিঙ্গাদের কম্বল বিতরণকালে আইআইইউসি টিমের অন্যান্য সদস্যের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক জুনায়েদ কবীর ও মুনির চৌধুরী

স্টাফ ডেভেলপমেন্ট এন্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমান এবং এমডিপি’র সহকারী পরিচালক মুহাম্মদ জাকারিয়া।

উল্লেখ্য আইআইইউসি’র শিক্ষক-কর্মকর্তাগণ একদিনের বেতন রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যার্থে দান করেছেন। 

Recent News